জামালপুরে বেতনের দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ

জামালপুরে বেতনের দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে পৌর ভবনের সামনে বিক্ষোভ করে পরিচ্ছন্নকর্মীরা।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৌরসভার ভবনে বকেয়া বেতনের দাবিতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিক্ষোভ করেছে। পরে তারা মেয়র, সচিব ও হিসাবরক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে বন্ধ করে কর্মবিরতির ঘোষণা দেয়।

রবিবার (৬সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ করে মেয়রের কার্যালয়ে তালা মেরে দেয়। 

পৌরসভা কার্যালয় সূত্র জানায়, মেয়র রুকুনুজ্জামান রোকন ভাস্কর্য ভাঙচুর ও ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুটি মামলায় ১৫ মে থেকে পলাতক রয়েছেন। এতে কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের বেতন-ভাতা মাসের পর মাস বকেয়া পড়ে আছে। কাউন্সিলরদের সম্মানী বাকি প্রায় ১৯-২০ মাস ধরে। এতে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

পরিচ্ছন্নতাকর্মীরা কাজ বন্ধ করে দেওয়ায় পৌর এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। মেয়র পলাতক থাকায় কর্তৃপক্ষ কাউকে মেয়রের দায়িত্ব না দেওয়ায় পৌর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা বেতন না পেয়ে রবিবার পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেন। তারা মেয়র, সচিব ও হিসাবরক্ষকের কক্ষে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য সকল কার্যক্রম বন্ধ করে দেয়।