ঈদুল আজহায় কাতার মাতাবেন নগর বাউল জেমস

ফাইল ছবি
কাতারের রাজধানী দোহায় ঈদুল আজহা উপলক্ষ্যে কাতারের ঈদের পরের দিন ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়ান মেগা কনসার্ট’। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন ‘নগর বাউল’ খ্যাত শিল্পী জেমস।
দেশটিতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘দ্য রয়েল আকসা রেস্টুরেন্ট’ এ আয়োজনের উদ্যোক্তা।
দোহার সানাইয়া এলাকায় অবস্থিত এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে কনসার্টটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বিকেল ৩টায় গেট খোলা হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। কনসার্ট উপস্থাপনায় থাকছেন আরশিয়া আলম।
জেমসের পাশাপাশি মঞ্চে থাকবেন আরও একঝাঁক বাংলাদেশি তারকা। তাদের মধ্যে রয়েছেন– চিত্রনায়িকা ববি হক, কণ্ঠশিল্পী আশিক, কণ্ঠশিল্পী রুকসার রহমান, কণ্ঠশিল্পী দুরদানা মেহরিন রিপা, ডান্স মাস্টার ইউসুফ খানসহ অনেকে।
কনসার্ট উপভোগের জন্য রাখা হয়েছে ভিভিআইপি, গোল্ড ও সিলভারসহ পাঁচ ধরনের টিকিট। ইতোমধ্যে কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এসব টিকিট বিক্রি শুরু হয়েছে।
জেমসকে সরাসরি গাইতে শোনার আকর্ষণে কাতার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ দেখা গেছে।