যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

ছবি: প্রতিনিধি

ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস প্রত্যাশা-২ প্রকল্পের আওতাধীন এম আর এস সি যশোর জেলা অফিসে মানসিক স্বাস্থ্য দিবস উৎযাপিত হয়েছে।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী আলমাছুর রহমানের সভাপতিত্বে এবং এম আর এস সি কো - অর্ডিনেটর রবিউল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজন সরকার ।

তিনি বলেন, আমরা যখন মানসিকভাবে অসুস্থ হই তখন আমরা ডাক্তারের কাছে যায় না। কিন্তু আমাদের সচেতন হয়ে মানসিক ডাক্তার দেখানো উচিত। মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ আলী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ আলী বলেন, ডিপ্রেশন, শুচিবায়ু এসব মানসিক সমস্যা বেশি দেখা যায় মেয়েদের। রাস্তাঘাটে যেসব পাগল দেখি তারা আসলে মানসিক ভাবে অসুস্থ। মানসিক রোগ হলে কেউ ডাক্তারের কাছে যেতে চায় না।তাই এটা নিয়ে সবার সচেতন হওয়া জরুরি।