ভুলভাবে টিভি পরিষ্কার করলে নষ্ট হতে পারে স্ক্রিন
ছবি: সংগৃহীত
এখন প্রায় প্রতিটি ঘরেই রয়েছে স্মার্ট টিভি (Smart TV)। কিন্তু খুব কম মানুষই জানেন, কীভাবে এই আধুনিক ডিভাইসটি সঠিকভাবে পরিষ্কার করতে হয়। আজকের LED, OLED ও QLED টেলিভিশনের স্ক্রিনে থাকে বিশেষ অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং, যা ধুলো, দাগ ও আলো প্রতিফলন থেকে সুরক্ষা দেয়। ভুল ক্লিনার বা মোছার উপায় ব্যবহার করলে এই কোটিং স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে স্ক্রিনে দাগ, ঝাপসা ভাব বা খোঁচা পড়ার মতো সমস্যা দেখা দেয়।
অ্যামোনিয়া বা গৃহস্থালির স্প্রে ব্যবহার করবেন না
অনেকে ভাবেন, গ্লাস ক্লিনার দিয়ে টিভি পরিষ্কার করলে ঝকঝকে থাকবে—এটি বড় ভুল। গ্লাস ক্লিনারে থাকা অ্যামোনিয়া স্ক্রিনের কোটিং নষ্ট করে দেয়। এতে স্থায়ী দাগ ও প্রতিফলন সমস্যা তৈরি হয়। তাই কখনোই কাচ পরিষ্কারের স্প্রে বা সাধারণ হাউসহোল্ড ক্লিনার ব্যবহার করবেন না।
ফার্নিচার পলিশ বা মাল্টি-সারফেস স্প্রে থেকেও দূরে থাকুন
এই ধরনের ক্লিনারে থাকা তেল ও সিলিকন স্ক্রিনে চটচটে আস্তরণ ফেলে। এতে ধুলো দ্রুত বসে যায় এবং টিভির টাচ রেসপন্স কমে যায়।
টিস্যু বা পেপার টাওয়েল নয়
দেখতে নরম হলেও টিস্যু বা পেপার টাওয়েলে থাকা সূক্ষ্ম আঁশ স্ক্রিনে ক্ষুদ্র খোঁচা ফেলে দেয়। ফলে সময়ের সঙ্গে স্ক্রিন ঝাপসা হয়ে যায়। নিরাপদ বিকল্প হলো মাইক্রোফাইবার কাপড়।
ডিশ সোয়াপ, ভিনেগার বা অ্যালকোহল ওয়াইপস ব্যবহার করবেন না
এই রাসায়নিক উপাদানগুলো স্ক্রিনের সুরক্ষামূলক স্তর গলিয়ে দিতে পারে। ভিনেগার অতিরিক্ত অ্যাসিডিক, আর অ্যালকোহল দ্রুত বাষ্পীভূত হয়ে সার্কিটে আর্দ্রতার ক্ষতি ঘটাতে পারে। এমনকি অনেক ব্র্যান্ড এই কারণে ওয়ারেন্টিও বাতিল করে দেয়।
ভ্যাকুয়াম বা কম্প্রেসড এয়ার ব্যবহার ঝুঁকিপূর্ণ
ভ্যাকুয়ামের টান স্ক্রিনের ভিতরে ধুলো টেনে নিতে পারে, আর কম্প্রেসড এয়ারের জোরে স্ক্রিনে আঁচড় পড়তে পারে। এসব যন্ত্র কেবল বাইরের ফ্রেম বা বডি পরিষ্কারে ব্যবহার করা যায়।
ঘষে পরিষ্কারের জিনিস ব্যবহার নয়
অ্যাব্রেসিভ স্পঞ্জ, স্ক্রাব প্যাড বা ম্যাজিক ইরেজার স্ক্রিনের অ্যান্টি-গ্লেয়ার কোটিং তুলে দেয়। এতে টিভির ভিউ কোয়ালিটি নষ্ট হয় স্থায়ীভাবে।
ভেজা কাপড় বা অতিরিক্ত পানি মারাত্মক
অনেকেই সরাসরি পানি স্প্রে করেন—এটি সবচেয়ে বিপজ্জনক। পানি বেজেল দিয়ে ভিতরে ঢুকে সার্কিট শর্ট করতে পারে। তাই কাপড় সামান্য ভিজিয়ে, ভালোভাবে নিংড়ে, তারপর মুছতে হবে।
সবচেয়ে নিরাপদ উপায়
*টিভি বন্ধ করে ঠান্ডা হতে দিন।
*শুকনো মাইক্রোফাইবার কাপড়ে ধুলো মুছে ফেলুন।
*আঙুলের দাগ বা তেলচিটে অংশে হালকা ডিস্টিলড ওয়াটার বা টিভি-নির্দিষ্ট ক্লিনার ব্যবহার করুন।
একটু যত্ন নিলেই আপনার স্মার্ট টিভি থাকবে নতুনের মতো পরিষ্কার ও উজ্জ্বল। সঠিক পদ্ধতিতে পরিষ্কার রাখলে স্ক্রিনের আয়ু বাড়বে এবং আপনি উপভোগ করবেন আরও স্পষ্ট ও ঝকঝকে ভিউ।