যশোর মৎস হ্যাচারী মালিকদের নিয়ে আদ্-দ্বীন ওয়েলফেয়ারের সেমিনার

যশোর মৎস হ্যাচারী মালিকদের নিয়ে আদ্-দ্বীন ওয়েলফেয়ারের সেমিনার

যশোর মৎস হ্যাচারী মালিকদের নিয়ে আদ্-দ্বীন ওয়েলফেয়ারের সেমিনার- ছবি: যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি: যশোরে মাছের পিটুইটারী গ্রন্থি (পিজি) সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনে উদ্যোক্তা সৃষ্টি শীর্ষক দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) শহরের চাঁচড়া গোলদার পাড়ায় মাতৃফীস হ্যাচারীতে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের বাস্তবায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা। আরও উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের ডিজিএম শহিদুল ইসলাম, এজিএম আবুল কালাম আজাদ, আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের রিজিওন্যাল ম্যানেজার মোঃ কামরুজ্জামান ও আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের সদর উপজেলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার রাসেল কবির, জেলা মৎস্য হ্যাচারী মালিক সমিতির সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ও সাধারন সম্পাদক জাহিদ গোলদার, 
ইউনাইটেড এগ্রো ফিসারিজ এর স্বত্ত্বাধিকারী লিয়াকত আলী। 

কর্মশালায় ২৫ জন মৎস্য হ্যাচারীর মালিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা পিটুইটারী গ্লান্ডের দাম কমানোসহ এই ধরণের প্রশিক্ষণ আরও বড় পরিসরে করার আহবান জানান।