ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে আকস্মিক বন্যায় অর্ধ শতাধিক মৃত্যু

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে আকস্মিক বন্যায় অর্ধ শতাধিক মৃত্যু

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অর্ধ শতাধিক মৃত্যু - ছবি : বিবিসি

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জন মারা গেছে। ব্যাপক বৃষ্টিপাতের জের ধরে এই বন্যা হয়। পানির প্রবল তোড়ে কয়েকটি ড্যাম উপচে হাজার হাজার বাড়িঘর ভাসিয়ে নিয়েছে।

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল থেকে শুরু করে প্রতিবেশী পূর্ব তিমুর পর্যন্ত এই বন্যা দেখা যায়।
উদ্ধারকারীরা এখনো বেঁচে থাকা লোকদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। কর্মকর্তারা মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র রাদিত্য জাতি সাংবাদিকদের বলেন, চারটি উপজেলা ও সাতটি গ্রাম তলিয়ে গেছে। আমরা অন্তত ৪১টি লাশ খুঁজে পেয়েছি। এখনো ২৭ জন নিখোঁজ রয়েছে।

তবে ইস্ট ফ্লোরেসের উপপ্রশাসক আগাস্টিনিয়াস পেয়ং বলির হিসাব অনুযায়ী, তার এলাকায় অন্তত ৬০ জন মারা গেছে।

সূত্র : বিবিসি