পাকিস্তানে সামরিক কর্মীদের সুবিধা

পাকিস্তানে সামরিক কর্মীদের সুবিধা

পাকিস্তান সেনাবহিনী- সংগৃহীত ছবি

প্রত্যেক দেশের অর্থনৈতিক শক্তির পাশাপাশি সামরিক শক্তির উপরও গুরুত্ব দেওয়া হয়। যে দেশের অর্থনীতির পাশাপাশি সামরিক দিক শক্তিশালী থাকে বিশ্বে সে দেশের ক্ষমতারও বহি:প্রকাশ দেখা যায়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বিশ্ব রাজ করছে অর্থনৈতিক ও সামরিক শক্তি থাকার ফলে। তবে একটি দেশের সমরিক শক্তির মূল উৎস তাদের সৈনিকরা। সৈনিকদের কতটা সুবিধা পেয়ে থাকে তা অনেকেরই অজানা। আজ আমারা পাকিস্তানের সামিরক সৈনিরা কি ধরণের সুবিধা ভোগ করে সে বিষয়ে জানার চেষ্টা করবো-

১. ৫০% বিমান (অভ্যান্তরীন ফ্লাইট) এবং রেল ভাউচার (বছরে সর্বোচ্চ ৬ টি)।  

২. সেনানিবাসে অবস্থিত ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট (সিএসডি) থেকে তারা ৫% ছাড়ে মুদিপণ্য পেয়ে থাকে।

৩. সেনানিবাসের মধ্যে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কিছু চিত্তবিনোদন পার্ক (যেমন, মুলতানে চামন জার আসকারি এবং লাহরে দুর্গ/জয়ল্যান্ড)।  এটা সাধারণত বিনা খরচে পার্কিং, প্রবেশ এবং রাইড সুবিধা।

৪. আর্মি ওয়েলফেয়ার ক্লাব / মেসে (রেস্তোঁরা, সুইমিং পুল, জিমনেসিয়াম, গলফ ক্লাব, নৌকা বাইচ ক্লাব ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে) যেমন মুলতানের মুলতান গ্যারিসন মেস এবং রাওয়ালপিন্ডির আর্টি মেস এবং আর্মি গলফ ক্লাব এবং ঝিলামের মঙ্গলা ওয়াটার রিসর্ট। এখানে সাধারণত নির্ধারিত সদস্যদের জন্য ছাড়া দেওয়া হয় এবং বাৎসরিক একটি ফি দিয়ে ডাইনিং সুবিধা উপভোগ করা যায়।

৫. আর্মি পাবলিক স্কুল এবং কলেজগুলোতে ফি ছাড় দেওয়া হয়।

৬. সারাদেশে আর্মি গেস্টরুমগুলোতে প্রতি রাতে থাকার জন্য ছাড় রয়েছে।

৭. প্রতিমাসে বিদ্যুৎ বিলে ৫% ছাড় দেওয়া হয় (এমইএস কেবল আবাসন সরবরাহ করা হয়)।

৮. নিকটতম সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন।

৯. বিনমূল্যে থাকার ব্যবস্থা।

১০. অন্যান্য সকল সুবিধা যা সরকারি কর্মচারিরা পেয়ে থাকেন।

নোট: পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য। (কেবল স্ত্রী, শিশু এবং পিতামাতার অন্তর্ভুক্ত)। বিমানবাহিনী/ নৌবহিনীসহ তিনটি সশস্ত্র বাহিনীর জন্য পরিষেবাগুলি প্রযোজ্য)। অনেকেই মনে করেন যে আর্মিরা বিনামূল্যে পরিবহন সেবা পেয়ে থাকে, যেটি সত্য নয়। পরিবহন ভাতা সেই উদ্দেশ্যে দেওয়া হয়। কোনও সামরিক যান ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার করা যাবে না। (স্টাফ গাড়ি বাদে যা কেবলমাত্র ব্রিগ এবং তারপরের পদমর্যাদার অনুমোদিত)। রাস্তায় টোল ট্যাক্স কেবল তীর নম্বর প্লেট এবং একটি বৈধ ডিউটি স্লিপ / মুভ অর্ডারযুক্ত সামরিক যানবাহনের জন্য ছাড় দেওয়া হয়। আরেকটি গুজব হল বিনামূল্যে খাবার। সৈনিকরা বিনা খরচে শুধু রেশন পেয়ে থাকে। এটা মেসেও অন্তর্ভুক্ত। ট্রেনিং/রাতের ডিউটিরত এবং উত্তরাঞ্চলে কর্মরত অফিসাররা শুধু রেশন পেয়ে থাকেন। পোশাকও বিনামূল্যে দেওয়া হয় না। কিট ভাতা বেতনের সাথে দেওয়া হয় যেটা খুবই সামান্য। -সংগৃহীত