রামেক করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে  আরও ১০ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু-

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায়  করোনা ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।

আজ সোমবার(২৬আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

 তিনি বলেন, রোববার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল ৯টার মধ্যে  রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনা ও উপসর্গ নিয়ে আর ১০ জনে মৃত্যু হয়েছে।    মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিচালক আরও জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৯৯ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩১৪।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৬৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৪৬ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৩৯ জন।