রাঙামাটিতে দু’পক্ষের গুলি বিনিময়ে ‘নিহত ৩’

রাঙামাটিতে দু’পক্ষের গুলি বিনিময়ে ‘নিহত ৩’

প্রতীকী ছবি

বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের নতুনপাড়া এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক পথচারীসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে বান্দরবানে রাঙ্গামাটির রাজস্থলী সীমান্তের গাইন্দা ইউনিয়নের কেচি নতুনপাড়ার কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি রাজস্থলী উপজেলার ৩নং গাইন্দ্যা ইউনিয়নের পাইন্দ পাড়ায় পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং মগ লিবারেশন আর্মির (এমএনপি) সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সেনা সদস্যরা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা জঙ্গলে পালিয়ে যায়।

 তবে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। লাশ উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। 

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালেহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে