ঢাকা কলেজ ও টিটি কলেজ ছাত্রলীগের সংঘর্ষ
ছবি: সংগৃহীত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে টিচার্স ট্রেনিং কলেজের (টিটি কলেজ) ভেতরে ককটেল বিস্ফোরণ হয়েছে৷ সংঘর্ষের কারণে মিরপুর রোডের একটি অংশ বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বুধবার রাত সোয়া আটটার দিকে ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থীকে মারধর করেন টিটি কলেজের কিছু শিক্ষার্থী। এ ঘটনার পর পৌনে নয়টার দিকে লাঠিসোঁটা, রড, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে টিটি কলেজে যান ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী। টিটি কলেজের শিক্ষার্থীরা তখন কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। এ সময় কিছুক্ষণ পরপর ককটেল বিস্ফোরিত হচ্ছিল। ঢাকা কলেজের ছাত্ররা মারমুখী অবস্থায় টিটি কলেজের সামনে অবস্থান করছেন।