চাঁদপুরে অবৈধ কারেন্ট জাল জব্দ, ৬ জেলে আটক

চাঁদপুরে অবৈধ কারেন্ট জাল জব্দ, ৬ জেলে আটক

সংগৃহীত

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া থেকে শুরু করে চাঁদপুরের মেঘনা এবং পদ্মা নদী উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০ লাখ মিটার কারেন্ট জাল, ৭ হাজার কেজি জাটকা ও  ৬ জেলে এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করে নৌপুলিশ।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন নৌপুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায় ও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কামরুজ্জামান। অভিযানে নৌ পুলিশ হেড কোয়াটার্স এর ৬০ জন অফিসার, ফোর্স এবং নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স অংশগ্রহন করেন।

অভিযানে চাঁদপুর মেঘনা নদীর মোহনা থেকে ৪ জেলেকে জাটকা ধরার সময় হাতেনাতে আটক করে এবং দু'জনকে শরীয়তপুর জেলার নড়িয়া থানার সুরেশ্বর এলাকা থেকে আটক করা হয়। চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মেঘনা মোহনায় আটক ৪ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।