এইচএসসির ফল চ্যালেঞ্জে আবেদন করবেন যেভাবে

এইচএসসির ফল চ্যালেঞ্জে আবেদন করবেন যেভাবে

সংগৃহীত

বুধবার দেশব্যাপী এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

যেভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন করবেন: 
শুধুমাত্র টেলিটকের প্রি-পেইড নম্বর থেকে মেসেজের মাধ্যমে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। 

এক্ষেত্রে ঢাকা বোর্ডের ক্ষেত্রে মোবাইল ফোনের Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে DHA লিখে <Space> দিয়ে রোল নম্বর লিখে আবার <Space> দিয়ে Subject Code লিখে SMS করতে হবে 16222 নম্বরে।

প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি SMS- এ পিন নম্বর দেওয়া হবে। তারপর মেসেজ অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number <Space> দিয়ে যোগাযোগের মোবাইল নম্বর লিখে SMS করতে হবে 16222 নম্বরে। যেমন- বাংলার জন্য 101, 102 অর্থাৎ বাংলা ও ইংরেজির জন্য 101, 102, 107, 108। একই SMS- এর মাধ্যমে একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।