ঢাকা-১৭ আসনে উপনির্বাচন : আ. লীগের ফরম কিনেছেন ১২ জন

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন : আ. লীগের ফরম কিনেছেন ১২ জন

সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে এখন পর্যন্ত ১২ মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া ৯টি পৌরসভার মেয়র পদে ৬৫ জন এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৮৬ জন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গত তিন দিনে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে থেকে এসব মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মঙ্গলবার এসব নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোয়ন বোর্ড ও সংসদীয় বোর্ডের বৈঠকে সব নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।

এর আগে শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান কার্যক্রম শুরু হয়েছিল।

এখন পর্যন্ত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারী নেতারা হচ্ছেন- কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের খান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা, ক্যান্টনমেন্ট থানা কমিটির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য আবু সাঈদ, বনানী থানা কমিটির সাবেক সভাপতি একেএম জসিম উদ্দিন, যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল খালেক, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ মুসা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একাংশের উপদেষ্টা মু. নজরুল ইসলাম তামিজি, অপরাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং গুলশান থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম।

আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে মারা গেলে আসনটি শূন্য হয়।