কুমিল্লায় বাজারে অগ্নিকাণ্ড, ছাই হলো ১৫ দোকান

কুমিল্লায় বাজারে অগ্নিকাণ্ড, ছাই হলো ১৫ দোকান

সংগৃহীত

কুমিল্লা বুড়িচং উপজেলার কংশনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৫টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ৪টি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ইউসুফ স্টোরের স্বত্ত্বাধিকারী আবু ইউসুফ বলেন, আগুনের ঘটনা শুনে বাজারে এসে দেখি আমার সব শেষ। আমি এখন কি করবো।

সাদ্দাম ব্রয়লার হাউজের স্বত্তাধিকারী সাদ্দাম বলেন, সাড়ে ৩শ মুরগী পুড়ে গেছে। আমার মত সবার অবস্থা। একটা খড়কুটোও নেই। সব পুড়ে গেছে।

কংশনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, রাত ২টার দিকে বাজারের নৈশপ্রহরী আমাকে ফোন দিয়ে জানান, বাজারে আগুন লেগেছে। আমি দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসকে ফোন দেই। চোখের সামনে দোকানপাট পুড়তে দেখেছি। ৪টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে দোকানিরা মুদিমাল এনেছেন। এখন সব পুড়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেলো।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সবগুলো দোকান টিনের। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা কুমিল্লাসহ অন্যান্য উপজেলা থেকে মোট ৪টি ইউনিট একযোগে কাজ করেছি। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।