‘ও পাকিস্তানেই মরুক’, নাসরুল্লাহকে বিয়ে করায় বললেন অঞ্জুর বাবা

‘ও পাকিস্তানেই মরুক’, নাসরুল্লাহকে বিয়ে করায় বললেন অঞ্জুর বাবা

ছবিঃ সংগৃহীত।

মেয়ে যে এরকম কাজ করতে পারেন, সেটা এখনো বিশ্বাস করতে পারছেন না। স্বামীকে ডিভোর্স না দিয়েই দুই সন্তানকে রেখে পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় যুবক নাসরুল্লাহকে বিয়ে করায় মেয়ের প্রতি তীব্র বিতৃষ্ণা প্রকাশ করলেন ভারতীয় ‘বধূ’ অঞ্জুর (নাম পাল্টে এখন ফাতিমা) বাবা গয়াপ্রসাদ থমাস। মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার বৌনা গ্রামে সাংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, মেয়ে যে কাজ করেছেন, তাতে তাদের কাছে এখন অঞ্জু ‘মরে গেছে’। মেয়েকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছেও আবেদন করবেন না বলে জানিয়েছেন গয়াপ্রসাদ। বরং তিনি বলেছেন, ‘আমি প্রার্থনা করি…যে ও ওখানেই (পাকিস্তানে) মরে যাক।’

অবশ্য জানিয়েছেন, তিনি ভারতে ফিরে আসছেন। যিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার দির জেলার ছেলে নাসরুল্লাহর (২৯) সাথে বিয়ে করেছেন। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আপার দির জেলার পুলিশ কর্তারা নিশ্চিত করেছেন যে প্রথমে ধর্মান্তরিত হন অঞ্জু (৩৪)। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন ফাতিমা। তারপর ইসলামের রীতনীতি মেনে নাসরুল্লাহর সাথে নিকাহ সারেন। যে নাসরুল্লাহর সাথে ২০১৯ সালে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল অঞ্জুর। তারপর দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।

আর পাকিস্তানে গিয়ে মেয়ের সেই নিকাহের খবর জানার পর মধ্যপ্রদেশের গ্রামে দাঁড়িয়ে অঞ্জুর বাবা বলেন, 'ও নিজের দুই সন্তান এবং স্বামীকে ফেলে যেভাবে পালিয়ে গিয়েছে...। ও নিজের সন্তানদের কথাও ভাবল না। ও যদি এটাই করতে চাইত (নাসরুল্লাহকে নিকাহ), তাহলে নিজের স্বামীকে (রাজস্থানের আলওয়ারে স্বামী ও দুই সন্তানের সাথে থাকতেন অঞ্জু) আগে ডিভোর্স দিতে পারত। ও আমাদের কাছে আর বেঁচে নেই।' সেইসাথে তিনি বলেন, ‘ওর সন্তানদের কী হবে? ওর স্বামীর কী হবে? ওর ১৩ বছরের মেয়ে এবং পাঁচ বছরের ছেলের দেখভাল করবে কে? ও নিজের সন্তান এবং স্বামীর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। কে ওর সন্তানদের দেখভাল করবে? আমাদেরই করতে হবে।’

এরমধ্যে অঞ্জুর পাকিস্তান সফর নিয়ে একটি মহলে যে জল্পনা তৈরি হয়েছে, তা থমাস উড়িয়ে দিয়েছেন। থমাসরা যেখানে থাকেন, সেই গ্রামের কিছুটা দূরেই বিএসএফের বড় ইউনিট আছে। ওই বিষয়টির সাথে অঞ্জুর পাকিস্তানে যাওয়ার সম্পর্ক আছে কিনা, সেই প্রশ্নের জবাবে থমাস বলেন, ‘আমার মেয়ের কোনো অপরাধমূলক মনোভাব নেই। এই বিষয়টি নিয়ে যেকোনো রকম তদন্তের জন্য আমি তৈরি আছি।’
সূত্র : হিন্দুস্তান টাইমস