ঢাকায় আজকের সমাবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য

ঢাকায় আজকের সমাবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য

সংগৃহীত

ঢাকায় ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর রাজনৈতিক সমাবেশ নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে যে- গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘আমি পুনর্ব্যক্ত করব যে গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই।’

তিনি বলেন, তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করে।

প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র এই লক্ষ্য অর্জনে বাংলাদেশের সাথে কাজ করার গুরুত্বের ওপরও জোর দিয়েছে।

তিনি বলেন, ‘আমরা অবশ্যই বিশ্বাস করি যে এই প্রচেষ্টায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।’

 সূত্র:ইউএনবি