জামায়াতের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞার আবেদনের শুনানি ৩১শে আগস্ট

জামায়াতের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞার আবেদনের শুনানি ৩১শে আগস্ট

জামায়াতের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞার আবেদনের শুনানি ৩১শে আগস্ট

মিছিল-সমাবেশসহ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে শুনানির জন্য আগামী ৩১শে আগস্ট দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ শুনানির এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। 

এদিকে জামায়াতে ইসলামীর সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞার আবেদনে পক্ষভুক্ত হয়েছেন বিশিষ্ট ৪২ নাগরিক। অন্যদিকে জামায়াতের পক্ষে পক্ষভুক্ত হয়েছেন ৪৭ জন।