অবরুদ্ধ গাজার আল-শিফা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

অবরুদ্ধ গাজার আল-শিফা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় বন্ধ থাকা সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা হাসপাতালে ডায়ালাইসিস বিভাগ আবার চালু হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার ডায়ালাইসিস রোগীদের চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি আল-শিফা হাসপাতালের পরিচালকসহ বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেপ্তার করেছে ইরসায়েলের সেনাবাহিনী।

ইসরায়েল বলে আসছিল, এই হাসপাতালটি গাজার শাসক দল হামাস ব্যবহার করে সেখানে টানেল বানিয়েছে। এই টানেল দিয়ে যুদ্ধের নানা কর্মকাণ্ড চালিয়ে আসছিল হামাস। তবে হামাস বারবারই এ দাবি অস্বীকার করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার ৪৮ দিন পর গত শুক্রবার কাতার ও মিশরের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে ৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়।

শুক্রবার থেকে এ ৪ দিনে হামাস ৫৮ জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরায়েলের কারাগার থেকে ১১৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।