হিজাব না পরায় ইরানে নারীকে ৭৪ বেত্রাঘাত

হিজাব না পরায় ইরানে নারীকে ৭৪ বেত্রাঘাত

রোয়া হেশমাতি

ইরানে হিজাব না পরার দায়ে এক তরুণীকে ৭৪ বার বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। ওই নারীর নাম রোয়া হেশমাতি। একই সঙ্গে শরীয়া আইন অনুযায়ী তাকে ১২ মিলিয়ন ইরানি রিয়াল জরিমানাও করা হয়েছে।

গণমাধ্যমের খবরে জানা গেছে, রোয়া হেশমাতি (৩৩) একজন কুর্দি বংশোদ্ভূত তরুণী। তিনি তেহরানের ব্যস্ততম উন্মুক্ত স্থানে নৈতিকতা আইন উপেক্ষা করে অন্যদেরও একই কাজ করতে উৎসাহ দিয়েছেন। 

এই তরুণীর আইনজীবী মাজিয়ার তাতাই জানিয়েছেন, গত বছরের এপ্রিলে মাথায় স্কার্ফ না পরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় তাকে প্রথমবার গ্রেফতার করা হয়েছিল।

সম্প্রতি নৈতিকতা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নজরদারি চালানোর জন্য ইরানজুড়ে জনসমাগম হয় এমন এলাকাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এমনকি, পোষাক বিধি লঙ্ঘনকারীদের কঠোর শাস্তি নিশ্চিতের লক্ষ্যে দেশটির সংসদে নতুন একটি আইন পাস করানো নিয়েও আলোচনা হয়েছে।

সূত্রদ্য টেলিগ্রাফ