সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের জন্মবার্ষিকী পালিত

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের জন্মবার্ষিকী পালিত

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের জন্মবার্ষিকী পালিত

ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক কৃষি ও পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদ-এর ১০২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষে আজ বিকেলে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও যুব কমান্ডের উদ্যোগে কেক কাটার পাশাপাশি আলোচনা সভা ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। 

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.খায়রুল কবির রুমেন, বীরমুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট হায়দার চৌধুরী লিটন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সিরাজুর রহমান সিরাজ, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মজিদ ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড নেতা ওবায়দুর রহমান কুবাদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। 

উল্লেখ্য ১৯২২ সালের ১৫ জানুয়ারি আব্দুস সামাদ আজাদ তৎকালীন সিলেট জেলার সুনামগঞ্জ মহকুমার জগন্নাথপুর থানার ভুরাখালি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৫ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরন করেন। 

সূত্র : বাসস