পাকিস্তান ও ইরানের মাঝে মধ্যস্থতা করতে চায় চীন

পাকিস্তান ও ইরানের মাঝে মধ্যস্থতা করতে চায় চীন

পাকিস্তান ও ইরানের মাঝে মধ্যস্থতা করতে চায় চীন

পাকিস্তান ও ইরানের মাঝে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পাকিস্তানভিত্তিক গণমাধ্যম দ্য নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন আন্তরিকভাবে কামনা করে যে উভয় পক্ষ সংযম অবলম্বন করবে এবং উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে চলবে। তবে উভয় পক্ষ যদি চায়, তাহলে চীন উদ্ভূত পরিস্থিতি নিরসনে গঠনমূলক ভূমিকা পালন করতে আগ্রহী।এর আগে করাচিতে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ইয়াং ইউনডংও উভয় দেশের মাঝে দ্বন্দ্ব নিরসনে গঠনমূলক ভূমিকা রাখার আগ্রহ ব্যক্ত করেছেন।

তিনি পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা পাকিস্তান ও ইরানের মাঝে গঠনমূলক ভূমিকা রাখতে চায়।

উল্লেখ্য, পাকিস্তানের বেলুচিস্তানের গ্রিন মাউন্টেইন এলাকায় ইরান জৈশ আল-আদল নামের গ্রুপটির আস্তানায় হামলার দাবি করেছিল। ওই হামলায় দুই শিশু নিহত হয়েছে বলে পাকিস্তান দাবি করে।ইরানি হামলাটি ছিল সিরিয়া ও ইরাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে আক্রমণের অংশবিশেষ। এতে মধ্যপ্রাচ্যের চলমান সঙ্ঘাত বাড়তে পারে বলে শঙ্কার সৃষ্টি হয়েছিল।

সূত্র : দ্য নিউজ