কুড়িগ্রামে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

কুড়িগ্রামে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

ছবিঃ সংগৃহিত।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চোরাই অটোরিকশা ও মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় চুরি যাওয়া অটোরিকশা ও মোটরসাইকেল এবং চোরাই কাজে ব্যবহৃত বোল্ডকাটার উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি দল শনিবার ভোররাতে ভূরুঙ্গামারী থানা এলাকা থেকে একটি অটো চুরি করে নাগেশ্বরীর দিকে যাওয়ার সময় নাগেশ্বরী থানার ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরীর বাঁশতলা নামক স্থানে থেকে একটি ব্যাটারি চালিত অটো রিকশা তল্লাশি করা হয়।যাত্রীবেশে থাকা অটোচোর চক্রের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি বোল্ট কাঁটার ও চোরাই অটো এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।এসময় আন্ত:জেলা চোরচক্রের ৪সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-ভূরুঙ্গামারী উপজেলার আরাজী পাইকের ছড়া গ্রামের জরিপ উদ্দিন (২৭), দেওয়ানের খামার এলাকার শাহীন আলম (২৮),আসাদুল হক (৩৬), ছোট খাটামারী গ্রামের মফিজুল ইসলাম (৪০)।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন,এ ধরনের চোর চক্র ধরতে ও অন্যান্য অপরাধমূলক আসামি ধরতে পুলিশ বদ্ধপরিকর। এ অভিযান অব্যাহত থাকবে।