হঠাৎ কল ড্রপ সমস্যার সমাধান

হঠাৎ কল ড্রপ সমস্যার সমাধান

সংগৃহীত

মুঠোফোনে জরুরি কথা বলার সময় হঠাৎ করে লাইন কেটে যাওয়া খুবই বিরক্তিকর। এভাবে লাইন কেটে যাওয়াকে কল ড্রপ বলে। তবে চাইলেই এ সমস্যার সমাধান করা যায়। চলুন জেনে নেয়া যাক যেভাবে মিলবে কল ড্রপ সমস্যার সমাধান-

সিম কার্ডের সমস্যা

এমন একটি সিম কার্ড ব্যবহার করতে হবে, যা এলাকায় ভালো নেটওয়ার্ক কভারেজ দেয়। বিভিন্ন অপারেটরের সিম কার্ড ব্যবহার করে তুলনা করতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেরা সিম কার্ড বেছে নিতে পারেন। কারণ এই সমস্যা বেশিরভাগটাই নেটওয়ার্কের কারণে হয়ে থাকে। 

সিগনালের কারণে

কল করার জন্য সব সময় ভালো কানেকশন বা সিগনালের প্রয়োজন হয়। যদি দেখেন এই সমস্যা কেবল বাড়ির ভিতরেই হচ্ছে, তাহলে আপনাকে বুঝে হবে আপনার বাড়িতে ঠিকভাবে সিগন্যাল পাচ্ছে না। তাই ফোন নিজে থেকেই কেটে যাচ্ছে। সেক্ষেত্রে টেলিকম অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হবে।

ফোনের কভার খুলে ফেলুন

অনেক সময় ফোনের ব্যাক কভারের কারণেও এ সমস্যা হতে পারে। ফলে এ ধরনের কল ড্রপ সমস্যা হলে ফোনের কভার খুলে কল করার চেষ্টা করুন। 

ব্লুটুথ কানেকশন বন্ধ করুন

যদি ফোনের সঙ্গে কোনো ব্লুটুথ ডিভাইস সংযুক্ত তাকে তবে সেটিকে ডিসকানেক্ট করুন। ফোনের ব্লুটুথটি বন্ধ করে দিন।