মুন্সিগঞ্জে ১০০ রাউন্ড তাজা গুলি, ককটেল তৈরির বিপুল সরঞ্জামসহ গ্রেফতার ৩
-1761147608.jpg)
ছবিঃ সংগৃহীত।
মুন্সিগঞ্জ শহরের একটি বহুতল ভবন থেকে ১০০ রাউন্ড তাজা গুলি, ককটেল তৈরির বিপুল সরঞ্জাম, দেশীয় শটগানসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের উত্তর কোটগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ভবনের মালিক আব্দুল হালিম মীর (৬০), তার দুই ছেলে শফিকুল মীর (৪০) ও সোহেল মীর (৩৯)। আটকরা মুন্সিগঞ্জের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের আদি বাসিন্দা।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচতলা ভবনটি ঘিরে ফেলে ডিবির সদস্যরা। পরে শফিকুল মীর নামক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ভবনের বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়।
এরমধ্যে বিপুল সংখ্যক ককটেল তৈরির কৌটা, কাচের বোতল, একটি শটগান, ১০০ রাউন্ড গুলি, নগদ ৩ লাখ টাকা ও বিভিন্ন দেশের টাকা পাওয়া যায়।