পাকিস্তানে নির্বাচনের প্রাক্কালে বিস্ফোরণে নিহত ২৪

পাকিস্তানে নির্বাচনের প্রাক্কালে বিস্ফোরণে নিহত ২৪

পাকিস্তানে নির্বাচনের প্রাক্কালে বিস্ফোরণে নিহত ২৪

পাকিস্তানের বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এর একদিন আগে, বালুচিস্তানে দুটি বিস্ফোরণ কেড়ে নিল ২৪টি প্রাণ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা যাচ্ছে৷ আহত হয়েছেন ৩৭ জন৷

বুধবার দক্ষিণ-পশ্চিমের পিশিন জেলায় নির্বাচনের এক প্রার্থীর কার্যালয়ের সামনে প্রথম বিস্ফোরণ হয়৷ অন্তত ১৪ জনের প্রাণ হারানোর খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স৷ আহত হয়েছেন ২৫ জন৷

এর আগে, নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশকর্মী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘১২ জন মারা গেছেন ও ২৫ জন আহত হয়েছেন৷ প্রাথমিক অনুসন্ধান বলছে যে বিস্ফোরণ হয় একটি আইইডি বা ইম্প্রোভাইসড বিস্ফোরক থেকে, যা একটি মোটরবাইকের ওপর রাখা ছিল৷''এরপর, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪৷

কোয়েটা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে পিশিন জেলায় বিস্ফোরণটি হয়৷ আফগানিস্তানের সাথে পাকিস্তানের সীমান্ত অঞ্চল থেকে পিশিন ১০০ কিলোমিটার দূরে অবস্থিত৷দ্বিতীয় বিস্ফোরণটি হয় কোয়েটা শহর থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত শহর কিল্লা সাইফুল্লাহতে, যা একেবারে আফগান সীমান্তের পাশে৷ সেখানেও বিস্ফোরণ হয় প্রার্থীর কার্যালয়ের সামনে৷

বালুচিস্তান রাজ্যের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আশাকজাই মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন৷ এএফপিকে তিনি বলেন, ‘‘অন্তত ১০ জন মারা গেছেন ও ১২ জন আহত হয়েছেন৷''এক বরিষ্ঠ পুলিশকর্মী বলেন, ‘‘শহরের মূল বাজার এলাকায় বিস্ফোরণটি হয়, যেখানে বিস্ফোরণের নিশানা ছিল জামায়াত-উলেমা-এ-ইসলাম এফ (জেইউআইএফ) দলের নির্বাচনি কার্যালয়৷''

নির্বাচনে নিরাপত্তার প্রশ্ন

বুধবার থেকেই প্রায় পাঁচ লাখ নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়৷ প্রায় ৯০ হাজার ভোটকেন্দ্রে বিতরণ করা হয় ব্যালট পেপার৷

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারসহ নানা ধরনের বিতর্কিত ঘটনায় মোড়া এবারের নির্বাচন৷ প্রশ্ন উঠছে নির্বাচনি নিরাপত্তা নিয়েও৷বৃহস্পতিবার ভোটের আগে অন্তত দু'জন প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়৷ এছাড়াও, দেশজুড়ে একাধিক হামলার ঘটনার কথা জানা গেছে৷মঙ্গলবার প্রচারের পালা শেষ হয়ে ভোটগ্রহণ শুরু হবার কথা বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে৷ ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত৷

লাহোরে এক দল রিটার্নিং অফিসারদের দেখা যায় পুলিশ পাহারায় উজ্জ্বল সবুজ রঙের বস্তায় ভরে ভোটের জিনিসপত্র বিতরণ করতে৷ ভোটের জিনিস বিতরণে ইলেক্ট্রনিক নজরদারির প্রসঙ্গে মোহাম্মদ বাকির বলেন, ‘‘এবার নিরাপত্তা অনেকটাই উন্নত, কারণ নির্বাচন কমিশন একটি অ্যাপ এনেছে৷ অন্যান্য পদ্ধতিও রয়েছে৷ কাজ পরিকল্পনা মতোই চলছে৷''

বিশ্বের পঞ্চম জনবহুল দেশ পাকিস্তানের মোট জনসংখ্যা ২৪ কোটি, যার মধ্যে ১২ কোটি ৮০ লাখ মানুষের ভোটাধিকার রয়েছে৷ নির্বাচনের ময়দানে আছেন প্রায় ১৮ হাজার প্রার্থী৷ ২৬৬টি আসনে লড়াই হচ্ছে, আরো ৭০টি আসন নারী ও সংখ্যালঘুর জন্য সংরক্ষিত৷ এছাড়া, ৭৪৯টি আঞ্চলিক সংসদেরও নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে৷সিন্ধ রাজ্যের পুলিশ প্রধান রাফাত মুখতার করাচিতে একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘‘সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে৷''

সূত্র : ডয়চে ভেলে