বৃহস্পতিবার থেকে আবার শুরু হচ্ছে ভিয়েনা আলোচনা

বৃহস্পতিবার থেকে আবার শুরু হচ্ছে ভিয়েনা আলোচনা

বৃহস্পতিবার থেকে আবার শুরু হচ্ছে ভিয়েনা আলোচনা

ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে বৃহস্পতিবার থেকে সংলাপ শুরু হতে যাচ্ছে। ইরানের ওপর আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার লক্ষ্য নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সংলাপ অনুষ্ঠিত হবে।

ইরানের প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানি গতকাল মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কো থেকে আলোচনার তারিখ ঘোষণা করেন। রুশ কর্মকর্তাদের সাথে শলা-পরামর্শ করার জন্য তিনি মস্কো সফর করছেন।

বাকেরি বলেন, এর আগে সপ্তম দফা আলোচনায় ইরান যে আলাদা দুটি প্রস্তাবের খসড়া পাঁচ জাতি গোষ্ঠীর কাছে জমা দিয়েছে তা সংলাপ প্রক্রিয়াকে দারুণভাবে এগিয়ে নিতে পারে।

রাশিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, পরমাণু আলোচনাকে প্রগতিশীল এবং গঠনমূলক পরিবেশে এগিয়ে নেয়ার ক্ষেত্রে মস্কোর সাথে পরামর্শ করা ইরান জরুরি মনে করেছে।

আলি বাকেরি বলেন, ইরান যে খসড়া প্রস্তাব জমা দিয়েছে তা নতুন কিছু নয় বরং পরমাণু সমঝোতার আলোকে তা তৈরি করা হয়েছে এবং এর আগে যে ছয় দফা আলোচনা হয়েছে তার সাথে এর কোনো সংঘর্ষ নেই।
সূত্র : পার্সটুডে